About

"দ্বৈতা প্রকাশ" একটি শিশুতোষ প্রকাশনা প্রতিষ্ঠান। আমাদের দেশের শিশুদের পাঠ উপযোগী নান্দনিক শিক্ষা সফল মানসম্মত বিষযের উপর ভিত্তি করে বই প্রকাশ করছে দ্বৈতা প্রকাশ। বাংলা সংস্কৃতির অপার সৌন্দর্য শিশুদের কোমল হৃদয়ে প্রবেশ করিয়ে আমাদের দেশ, সাহিত্য, মুক্তিযুদ্ধ, দেশিয় সংস্কৃতি, মানবতা ও মানুষ এই বিষয়গুলো শিশুদের কাছে ফুটিয়ে তুলতেই দ্বৈতা প্রকাশের যাবতীয় প্রচেষ্টা।


২০১৯ সালের মার্চ মাসে শিশুতোষ মানসম্মত বই প্রকাশের ব্রত নিয়ে দ্বৈতা প্রকাশের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার শুভ লগ্ন থেকে বাংলাদেশের জনপ্রিয় শিশু সাহিত্যিক ও লেখকদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপর পাঠ উপযোগী বই প্রকাশ করে আসছে। দ্বৈতা প্রকাশের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো এদেশের শিশুদের হাতে দেশীয় সংস্কৃতির আদলে বিষয় ভিত্তিক সুন্দর ও মনোরম বই হাতে তুলে দেয়া। যাতেকরে শিশুরা তাদের কমল মনে বাংলাদেশের সাহিত্য, দেশপ্রেম ও নিজস্ব সংস্কৃতি চর্চা করে বেড়ে উঠতে পারে।

এপর্যন্ত দ্বৈতা প্রকাশ বিভিন্ন বিষয়ের উপরে প্রায় ৫০টি বিষয়ভিত্তিক বই প্রকাশ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য রচনা হলো, বাংলাদেশের জনপ্রিয় লেখকদের ছড়া-কবিতা, বিজ্ঞান কল্পকাহিনি, বিজ্ঞানভিত্তিক রচনা, ইসলামিক বই, রম্য ও কমিক্স, ভৌতিক গল্প, শিশুদের শিক্ষা ও উপদেশ মূলক বই, মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, গণিনের বই, সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয় ভিত্তিক বই প্রকাশ করছে।

Message via WhatsApp

(+8801827-353939) Send instant messages & book details through Whatsapp.

CASH ON DELIVERY

Pay cash at your doorstep all over Bangladesh.

SUPPORT

Our dedicated support is available to help you.